কক্সবাজারে দেশীয় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার’সহ জঙ্গীবাদ দমন এবং চাঞ্চল্যকর অপরাধ উদঘাটন করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরাই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল তেতৈয়াপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে জনৈক মোঃ রিয়াজ উদ্দিন এর বসত বাড়ীর টিনশেড ঘরে কতিপয় সন্ত্রাসী একত্রে সমবেত হয়ে অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫, কক্সবাজর এর চৌকশ আভিযানিক দল বৃহস্পতিবার (১৪ জুলাই, ২০২২ ইং) তারিখ বিকেল আনুমানিক ০৪-টা ৩০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক আসামী- ১। মোঃ রিয়াজ উদ্দিন (২৩), পিতা- ছলিম উল্লা, মাতা- সৈয়দনুর নেছা, সাং- খুরুশকুল, তেতৈয়া, ইউসুফ ফকির পাড়া, ওয়ার্ড নং-১, থানা- কক্সবাজার সদর, জেলা -কক্সবাজার, ২। মাহাবুব উল্লাহ (৩৪), পিতা- কালা মিয়া, মাতা- ওনদা খাতুন, সাং- নান্দাখালী, উত্তরপাড়া, থানা-রামু, জেলা- কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মোঃ রিয়াজ উদ্দিন এর বসত বাড়ীর মাটির চৌচালা পূর্বমুখী টিনশেড ঘরে রক্ষিত সাদা প্লাষ্টিকের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় যথাক্রমে, (ক) ০১ (এক) টি রামদা, (খ) ০১ (এক) টি হাসুয়া, (গ) ০১ (এক) টি থ্রি কোয়ার্টার এলজি, (ঘ) ০১ (এক) রাউন্ড তাজা কার্তুজ, (ঙ) ০১ (এক) রাউন্ড খালি খোসা উদ্ধারমূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জানায়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গুলি তাদের হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার  সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.