কক্সবাজারে জিপ উল্টে প্রাণ গেল নারী পর্যটকের

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে জিপ উল্টে মমতাজ বেগম (৬০) নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও সাতজন।
গতকাল শুক্রবার (০৬ জানুয়ারী) রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। হতাহতরা সবাই আত্মীয়-স্বজন।
আহতদের বরাতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বিটিসি নিউজকে জানান, ‘রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জিপে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিলেন। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চালকসহ আট জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘আহতদের হাসপাতালে আনার আগে পথে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাত জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’
দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.