কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

কুমিল্লা ব্যুরো: বহুল আলোচিত পূজা মণ্ডপের ঘটনায় সন্দেহভাজন আটককৃত ইকবালকে আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছে কক্সবাজার পুলিশ প্রশাসন।
পুলিশের একটি টিম তাকে নিয়ে সকালেই কুমিল্লার পথে রওয়ানা হয়ে গেছে।
ইকবাল গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০ দিকে কক্সবাজার সৈকত থেকে আটক হয়। কক্সবাজার পুলিশ সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল নামে একজনকে রাতে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার সাথে জড়িত সেই ইকবাল বলে সনাক্ত করা হয়েছে।
আটক ইকবালকে আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান- আটক ব্যক্তি কুমিল্লার ঘটনার সাথে জড়িত ইকবাল কিনা তা কুমিল্লা পুলিশ নিশ্চিত করবে। তিনি জানান- আটক ব্যক্তি সৈকতে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সৈকত থেকে তাকে গ্রেফতার করে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহম্মেদ বিটিসি নিউজকে বলেন, কক্সবাজারে গ্রেফতার ওই যুবকই কুমিল্লার ইকবাল। তাকে সিসি ক্যামেরায় ভিডিও দেখে শনাক্ত করা হয়েছিল।
গ্রেফতার ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড সুজানগর এলাকার মাছ বিক্রেতা নূর আলমের ছেলে।
জিজ্ঞাসাবাদের জন্য ইকবালকে প্রথমে পুলিশ লাইনসে নেওয়া হয়। পরে তাকে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়ার কথা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.