কংস নদের স্রোতে নৌকা ডুবে নিখোঁজ-৩

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কংস নদের কৈলাটি নতুনবাজার ফেরিঘাটে আজ বুধবার (০৫ জুলাই) সন্ধ্যার দিকে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার তিন যাত্রী নিখোঁজ রয়েছে। এর আগে স্থানীয়রা অন্তত ২০ জন যাত্রীকে উদ্ধার করেছে। নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে।
তারা হলো, ডেওটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে মাহাবুব (১২) ও আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫)।
দুর্গাপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কংস নদের পূর্বধলা উপজেলার জামধলা বাজার ঘাট থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দুর্গাপুর উপজেলার কাকৈড়গড়া ইউনিয়নের কৈলাটি নতুনবাজার ফেরিঘাটে যাচ্ছিল। নৌকাটি আজ সন্ধ্যার দিকে কৈলাটি নতুনবাজার ফেরিঘাটের কাছে পৌঁছলে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে কংস নদে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকার প্রায় ২০ জন যাত্রীকে উদ্ধার করে। এ সময় তিন যাত্রী নিখোঁজ হয়।
কাকৈড়গড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. হানিফ মিয়া বিটিসি নিউজকে জানান, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ২৩ জন যাত্রী ছিল। অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তিন যাত্রী এখনো নিখোঁজ।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.