কংগ্রেসে কোন্দল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী’র পদত্যাগ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদত্যাগ করেছেন বলে জানা গেছে।  কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি পদত্যাগ করেন বলে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নভজ্যোত সিং সিধুকে কংগ্রেসের পাঞ্জাব ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি পদত্যাগ করেন। পাঞ্জাবের বিধান সভা নির্বাচনের মাত্র পাঁচমাস আগে এই পদত্যাগের খবর সামনে এলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সময় আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে পদত্যাগের কথা জানান অমরিন্দর। সোনিয়া গান্ধীকে তিনি বলেন অপমানিত হওয়ার চেয়ে পদত্যাগ করাই শ্রেয়। অমরিন্দরের ছেলে রানিন্দর সিং টুইটারে বাবার পদত্যাগের খবর জানান।
পদত্যাগ করার পর রাজ ভবনে এক সংবাদ সম্মেলনে ৭৯ বছর বয়সী অমরিন্দর জানান, আজ সকালে আমি কংগ্রেস সভাপতিকে ফোন করে জানিয়েছি যে আমি পদত্যাগ করতে যাচ্ছি। এই নিয়ে তৃতীয়বার বিধায়কদের বৈঠকের জন্য ডাকা হয়েছে। আমার নেতৃত্বই প্রশ্নবিদ্ধ।
তবে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ালেও কংগ্রেস ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.