ওয়াশিংটনে হামলায় নিহত-১, গুলিবিদ্ধ আরও-৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আবারও হামলার ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বের একটি শহরে হামলায় একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এফ স্ট্রিট এনই-র ১৫শ নম্বর ব্লকে হামলার ঘটনা ঘটে এবং তদন্ত চলছে।
স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে বলে মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট কন্তি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একজন নিহত ও আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা সবাই পুরুষ বলেও জানান তিনি। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। চিহ্নিত হয়নি হামলাকারীও। (সূত্র: ফক্স নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.