ওয়ানডে বিশ্বকাপ খেলতে স্টোকসকে ভনের অনুরোধ

বিটিসি স্পোর্টস ডেস্ক: শারীরিক ও মানসিক ধকল কাটাতে চলতি বছরের জুলাইয়ে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকসের ৯৮ বলে ৮৪ রানের ওপর ভর করে কিউইদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের স্বাদ পায় ইংল্যান্ড।
২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে খেলতে স্টোকসকে অনুরোধ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস। তার এই ইনিংসে ভর করে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।
টি-২০ বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে ক্রিকেটে ফেরার জন্য স্টোকসকে অনুরোধ করেন মাইকেল ভন। সোমবার (১৪ নভেম্বর) টুইটারে একটি পোস্ট দেন তিনি। পোস্টে মাইকেল ভন লিখেছেন, ‘বেন স্টোকস, দয়া করে ৫০ ওভারের পরবর্তী বিশ্বকাপ খেলবে? একটি জাতির জন্য জানতে চাই।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.