ওমিক্রণ শরীরে বুস্টারের চেয়ে বেশী কার্যকর

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনা মহামারি এখনও শেষ হয়নি।চীন, উত্তর কোরিয়া, হংকং সহ ইউরোপের বিভিন্ন দেশে মারণ ভাইরাসের দাপট চলছে। কোথাও আবার নতুন করে লকডাউনের পথে হাটতে হচ্ছে।
ভারতেও প্রতিদিন বেশকিছু মানুষ আক্রান্ত হচ্ছেন। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বেশিরভাগ মানুষের হয়ে যাওয়াতে সেভাবে ভাইরাসের দাপট নেই। তবে বিধিনিষেধ মানতে বলা হচ্ছে সর্বত্র।
এই অবস্থায় প্রকাশ্যে এল নয়া গবেষণার রিপোর্ট।
সেখানে বলা হচ্ছে ওমিক্রণ আক্রান্তরা অনেক বেশি শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে বুস্টার ডোজের তুলনায়। গবেষণাটি চালিয়েছে টীকা প্রস্তুত কারক সংস্থা বায়োএনটেক এস ই এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন।
বিজ্ঞানীরা জানিয়েছেন টিকা নেওয়ার পর কোনও ব্যক্তি যদি ওমিক্রণে আক্রান্ত হন,তাহলে তাঁর শরীরে কোভিড-১৯ -এর একগুচ্ছ স্ট্রেইন মোকাবিলার ক্ষমতা গড়ে ওঠে। সেই সাথে বিজ্ঞানীরা সাবধান করে বলেছেন তাই বলে কেউ ইচ্ছাকৃত ভাবে বা কৌতূহল বশত সংক্রমিত না হন।
এই গবেষণাটি ‘বায়ো আর এক্স আই ভি’ জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.