ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে থাকা রাশিয়া, চীন ও ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করবে। মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি’র খবরে বিষয়টি জানা গেছে।
এই যৌথ মহড়ায় আরও কয়েকটি দেশ অংশগ্রহণ করবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দেশগুলোর সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত পারস্য উপসাগরে উপকূল রয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রায়োগিতক সহযোগিতা গভীর করতে ভূমিকা রাখবে।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বুধবার বলেছেন, যৌথ মহড়া নিয়ে উদ্বিগ্ন নয় হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্র ও অপর দেশগুলো নিয়মিত সামরিক মহড়া চালায়। রাশিয়া ও চীন এই প্রথম কোনও মহড়ায় অংশ নিচ্ছে না।
বুধবার শুরু হয়ে রবিবার পর্যন্ত এই যৌথ নৌমহড়া চলবে। বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এসব ইস্যুর মধ্যে একটি হলো, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে চীনের অস্বীকৃতি।
২০১৯ সালে একই ধরনের মহড়ায় অংশ নিয়েছিল দেশ তিনটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.