ওমান উপকূলে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপকূলে ইসরায়েল পরিচালিত একটি তেলের জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
আজ বুধবার যুক্তরাজ্যের পঞ্চম নৌবহরের বিবৃতি দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে যুক্তরাজ্যের সামরিক কর্মকর্তার বলেছেন, ‘এ বিষয়ে আমরা অবহিত হয়েছি। বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
জানা গেছে, ইসরাইলের একজন ব্যবসায়ী ও ধনকুবের ঐ জাহাজের মালিক। হামলার শিকার জাহাজটি সিঙ্গাপুরভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং কোম্পানির মাধ্যমে পরিচালিত।
এক বিবৃতিতে ইস্টার্ন প্যাসিফিক শিপিং কোম্পানি জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনাটি ঘটে। কোম্পানি থেকে জাহাজের সকল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় জাহাজের কিছুটা ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকল ক্রু নিরাপদ আছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.