ওমানের বিপক্ষে কৌশলী হতে চায় বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইতিবাচক ফুটবল খেলতে চায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওমানের ম্যাচ দেখে কৌশল সাজিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
জানিয়েছেন স্ট্রাইকার মতিন মিয়া। মাসুক মিয়া জনির ইনজুরি থেকে সেরে ওঠা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। আসছে ম্যাচে তাকে দলে পাওয়ার আশা ম্যানেজার ইকবাল হোসেনের।
আফগানিস্তানকে আটকে দিয়ে আশা জাগিয়ে ছিলেন। কিন্তু ভারতের কাছে হেরে আশাহত করেছেন। সামনে নতুন ম্যাচ। এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিপক্ষ। তাই মাঠে নামার আগে সবচেয়ে বেশি চিন্তিত বাংলাদেশ।
শুধু বড় প্রতিদ্বন্দ্বী বলেই নয়। সমস্যার মূলে রয়েছে দলের বড় তিন তারকার হলুদ কার্ড সমস্যা। জামাল, রহমত, বিপলুকে বড় ম্যাচে পাচ্ছে না জেমি ডে। তার মাঝে রয়েছে মিডফিল্ডার মাসুক মিয়া জনির ইনজুরি। তবে দল আশাবাদী জনিকে শেষ ম্যাচে পাওয়ার ব্যাপারে।
শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ১০৪ ধাপ এগিয়ে। স্বাভাবিকভাবেই রক্ষণাত্মক পরিকল্পনা থাকবে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ওমানের ম্যাচ দেখে কৌশল সাজিয়েছেন কোচ জেমি ডে। ইতিবাচক খেলার প্রত্যাশা।
আগামী মঙ্গলবার (১৫ জুন) শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.