ওমানের কাছে অঘটনের শিকার আয়ারল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ওমান। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে ওমান। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম টেস্ট খেলুড়ে কোন দলকে হারালো ওমান।
সোমবার (১৯ জুন) ‘বি’ গ্রুপের খেলায় বুলাওয়ের অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ওমান। ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারে জর্জ ডকরেল ও হ্যারি টেক্টরের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে আয়ারল্যান্ড। ৭ চার ও ২ ছক্কায় ৮৯ বলে অপরাজিত ৯১ রান করেন ডকরেল। ৮২ বলে ৫২ রানের ইনিংস খেলেন টেক্টর। বল হাতে ওমানের বিলাল খান-ফায়াজ বাট ২টি করে উইকেট নেন।
২৮২ রানের টার্গেটে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই অবিস্মরণীয় জয় তুলে নেয় ওমান। ওপেনার কাশপ প্রজাপতি ৭৪ বলে ৭২, আকিব ইলিয়াস ৪৯ বলে ৫২ ও অধিনায়ক জিশান মাকসুদ ৬৭ বলে ৫৯ রান করেন।
এছাড়া মোহাম্মদ নাদিম ৫৩ বলে অপরাজিত ৪৬ এবং শোয়েব খান অপরাজিত ১৯ রান কর ওমানের জয় নিশ্চিত করেন। আয়ারল্যান্ডের জশ লিটল ও মার্ক অ্যাডায়ার নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হন ওমানের মাকসুদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.