ওনারা নাকি ভিআইপি কামলা, রাস্তায় কাজ করতে পেষ্টিজ নষ্ট হয়

গাইবান্ধা প্রতিনিধি: ওনারা নাকি ভিআইপি কামলা, রাস্তায় কাজ করতে পেষ্টিজ নষ্ট হয়। কাজ না করেই টাকা পায়। তারা বলেন, এমনি এমনি চেয়ারম্যানকে ভোট দিয়ে তুলেছি। সুযোগ নেয়ার জন‍্যেই তো এত খাটাখাটুনি।
নাম দিলেই রাস্তায় কাজ করতে হবে আমাদের একটা পেষ্টিজ আছে না।
এ হলো ৪০ দিনের কর্মসূজন কর্মসূচির ভিআইপি শ্রমিকের কথা।
কেউ খেটে মরে রাস্তায়। আর কেউ টাকা তোলে সস্তায়। দিন ৪০০ শ টাকা,বসে থেকে পাওয়ার কি যে সুখ তা-কি জানে মরার সাংবাদিক। খালি আসি ভেজাল করে। করতে পারেও না তো কিছু।
হামরা কি সব একাই খাই। বান্দরের পিঠা ভাগ করে দেই। সেকথা কি বোঝে মরার সাংবাদিক। খালি আসি ভেজাল করে।
হামার হেরে উপরোত সব মেনেজ করাই আছে, লেখি কি হবি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার  ৪০ দিনের কর্মসূজন কর্মসূচি প্রকল্পের (১ম পর্যায়) এর এই হলো অবস্থা। কোথাও শ্রমিক সঠিকভাবে নেই। কোথাও ১২ জন, কোথাও ১৫ জন শ্রমিক নেই।
বতর্মান উন্নয়নমূখি আওয়ামী লীগ সরকার গ্রাম-গঞ্জের রাস্তা সংস্কার করে নিয়ে অসহায়-দুস্থদের প্রতিদিন একজন দরিদ্রকে ৪০০ টাকা করে দিয়ে সহযোগিতা করছেন মঙা দুর করতে।
অথচ সেই টাকায় ভাগ বসিয়েছেন চেয়ারম্যান, মেম্বার ও ভিআইপিরা। তাদের নাকি রাস্তায় কাজ করতে পেষ্টিজ পামচার হয়ে যায়। এভাবেই সরকারের লক্ষ লক্ষ টাকা দিনে দুপুরে আত্নসাৎ করছে।
এব‍্যাপারে সঠিকভাবে তদন্ত করে ব‍্যবস্থা গ্রহণের দাবী এলাকাবাসির।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.