বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারী) বেলকুচি প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।
জাতীয় ও বেলকুচি প্রেসক্লাবের পতাকা উত্তোলণ করা হয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া শেষে কেক কর্তন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আজকের এই আয়োজন শুধু একদিনের নয়, এটাকেই পুনর্ব্যক্ত করে আগামী একটি বছর আমরা আবার ভালোভাবে চলতে পারি সেই লক্ষ্যেই আমাদেরকে চলতে হবে। সাংবাদিকরা হলো জাতির দর্পণ, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। পরবর্তীতে সেগুলো সমস্যার সমাধানের উদ্যোগ নেই।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের চিপ নিউজ এডিটর তৌহিদ মাহমুদ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ফরিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, উপজেলা প্রকল্প কর্মকর্তা হেলাল উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি শাহবাজ খাঁন সানি, আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সমাজসেবকগণ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #















