ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬মার্চ উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭মার্চ দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম-পিপিএম বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম দিবসগুলো উদযাপনে গৃহিত কর্মসূচী বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল হক, বীর মুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরী ও মো. তরিকুল ইসলাম, আদিনা সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এনামুল হক তুফান, জেলা তথ্য অফিসার মো. ওয়াহেদুজ্জামান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, নবাব অটো রাইস এন্ড ফিড মিলস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. আকবর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. শহিদুল ইসলাম, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, জেলা গার্ল গাইডস এর কমিশনার গৌরি চন্দ সিতু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সহ জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত মাসব্যাপী এসব জাতীয় দিবস উপলক্ষে গৃহীত অনুষ্ঠানমালা যথাযোগ্য মর্যাদা ও সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সকল কর্মসূচী পালনের জন্য সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক এ কে এম গালিব খান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.