ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপনে রাজশাহী জেলা প্রশাসনের কর্মসূচি

PRESS (PID) RELEASE: আগামীকাল সোমবার ঐতিহাসিক ৭ মার্চ দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে দ্বিতীয়বারের মত যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল দশ’টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং সোয়া দশ’টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘৭ ই মার্চের ভাষণ প্রচার করা হবে।
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সকাল সাড়ে দশ’টায় ‘৭ ই মার্চ : স্বাধীনতার জীয়নকাঠি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেলা বারো’টায় একই স্থানে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়া সুবিধামত সময়ে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শিত হবে।
NEWS FROM Regional Information Office (PID). Press Information Department. Ministry of Information. #

Comments are closed, but trackbacks and pingbacks are open.