ঐতিহাসিক রুশ-মার্কিন পরমাণু অস্ত্র চুক্তি বাতিল, ঘোষণা ট্রাম্পের

 

বিটিসি নিউজ ডেস্কচীন ও রাশিয়াকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার সাংবাদিকদের কাছে তিনি বলেন, অন্য দেশগুলো অস্ত্র তৈরির উদ্যোগ সীমিত না করা পর্যন্ত অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করতে থাকবে যুক্তরাষ্ট্র।

এসময় রাশিয়ার বিরুদ্ধে আবারো রুশ-মার্কিন পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি বলেন, ১৯৮৭ সালে স্বাক্ষরিত আই.এন.এফ চুক্তি বেশ কয়েক দফা লঙ্ঘন করেছে রাশিয়া।

এরই মধ্যে স্নায়ুযুদ্ধের সময়ের ওই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তির ব্যাপারে আলোচনা করতে রাশিয়া সফর করছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

এদিকে, ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র তৈরির পরিকল্পনা নিলে পাল্টা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে মস্কো।(সূত্র: বিবিসি বাংলা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.