ঐতিহাসিক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৪ বছর অপেক্ষার পর অবশেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামলো পাকিস্তান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক উপলক্ষের এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ডানহাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের অভিষেকের সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি পাকিস্তান। তিন স্পিনার ও দুই পেসার দিয়ে সাজিয়েছে একাদশ। অন্যদিকে চার পেসার ও এক স্পিনারে দল সাজিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, আজহার আলি, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, নোমান আলি, সাজিদ খান, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও জশ হ্যাজলউড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.