ঐতিহাসিক মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট, আরব লিগের নিন্দা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের অনুপ্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।
আজ সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে আরব মুসলিম রাষ্ট্রগুলোর সংস্থা এ নিন্দা জানিয়েছে। খবর ওয়াফার।
এতে বলা হয়, মুসলিমদের আবেগ ও অনুভূতিতে আঘাত দিতে ইহুদিবাদী এ রাষ্ট্রপতি পবিত্র মসজিদে অনুপ্রবেশ করেছেন।
গতকাল রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতকারী ও কট্টপন্থি ইহুদি এমপিদের নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়ে।
সেখানে ইহুদি উৎসব হানক্কিহ উপলক্ষ্যে তিনি মোমবাতি জ্বালান। এ সময় আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। এমনকি সাংবাদিকদেরও ইসরাইলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের খবর তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়।
১৯৯৪ সালে উগ্রবাদী ইহুদিরা ইব্রাহিমি মসজিদে অনুপ্রবশ করে ২৯ মুসল্লিকে হত্যা করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.