ঐক্যফ্রন্টের মোকাব্বির শপথ নিলেন আজ

ঢাকা প্রতিনিধিআজ মঙ্গলবার সকল জল্পনা-কল্পনার পর জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

এর আগে, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন তিনি।

জানা গেছে,  সংসদ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে শপথের বিষয়ে গতকাল সোমবার মোকাব্বির খান গণমাধ্যমকে বলেন, ‘আমি গণফোরামের সিদ্ধান্তেই শপথ নিচ্ছি। আমার পার্টি থেকে বলা হয়েছে শপথ নিতে।’

এদিকে এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়েছিলেন গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.