ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি ঘোষণা

ঢাকা প্রতিনিধিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ শুক্রবার বিকেলে পুরনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে রয়েছে, আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা মহানগরের ঢাকার-৪ আসন থেকে ১৮ আসনের প্রার্থীদের পক্ষে জনসভা।

এছাড়া ২৭ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সরকারকে উদ্দেশ করে বলেন, স্বাধীন দেশে ক্ষমতার মালিক জনগণ, জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করা থেকে বিরত থাকুন।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আরও বলেন, আপনাদের ভালোভাবে বলছি এখনও সাত দিন সময় আছে। মাথা ঠিক করেন। মাথা ঠাণ্ডা করেন। মাথা সুস্থ করেন। ইলেকশনে জিততে হবে। এভাবে ভাঁওতাবাজি করে জিতবেন, এটাকে জিতা বলে না। মানুষের সঙ্গে ভাঁওতাবাজি করা, মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করা সংবিধান লঙ্ঘন। যেটা করা হচ্ছে, যত স্বৈরাচারী সরকার এ পর্যন্ত এসেছে সবাইকে ছাড়িয়ে গেছে। তাই আপনাদেরকে ভালোভাবে বলছি, সাত দিন সময় আছে। এসব বন্ধ করুন। বন্ধ না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির হোসেন প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.