বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাবেক ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হন এক হৃদয় ছোঁয়া মিলন মেলায়।
বৃহস্পতিবার (১২ জুন) আয়োজিত এ ঈদ পুনর্মিলনীতে মিলিত হন অতীতের রাজপথ কাঁপানো প্রায় ৩০০ ছাত্রদল নেতা-কর্মী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আদিনা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মোহাম্মদ আলী।
স্মৃতির অ্যালবামে ফিরে গিয়ে তিনি বলেন, ‘আমরা একসময় একসাথে স্বপ্ন দেখেছি, একটি কল্যাণমুখী বাংলাদেশের। আজকের এই পুনর্মিলনী কেবল স্মৃতিচারণ নয়, বরং নতুনভাবে ঐক্যবদ্ধ হবার শপথ। কারণ, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন মো. আবুল বাসার।
প্রাণবন্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা ড. গোলাম আরিফ, আহসান হাবিব, এরফান আলী, হায়াতউদ্দৌলা, মো. তসিকুল আলম, মাসিউর রহমান বকুল, মো. তারিকুল ইসলাম, জার্জিস আলী, আবু সুফিয়ান, শহিদুল হক হায়দারী, মাহমুদুল হক হায়দারী ও মো. জাহিদসহ অনেকেই। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা অতীতে যেমন জাতির সংকটে সাহসী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তারা সমাজ থেকে সব ধরনের কলুষতা দূর করে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অনুষ্ঠানে নানা সময়ের নেতাদের মধ্যে হৃদ্যতা, সহমর্মিতা ও বন্ধুত্বের দৃশ্য ছিল চোখে পড়ার মতো।
পুরনো দিনের রাজনীতি, সংগ্রাম ও সাফল্যের গল্পে মুখর ছিল চারপাশ। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.