এ বছর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ শান্তিতে নোবেল পেলেন

ছবি: সংগৃহীত:

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে চলমান প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হলেন। তিনি ১০০তম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

অ্যাবি আহমেদের পুরো নাম অ্যাবি আহিমাদ আলী। ১৯৭৬ সালের ১৫ আগস্ট তিনি ইথিওপিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ইথিওপিয়ান পিপল’স রিভোলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় রাজধানী অসলোতে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে অ্যাবি আহমেদের নাম ঘোষণা করা হয়। তার উদ্যোগে গত বছর ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ বন্ধের চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য মোট ৩০১ জনের লম্বা তালিকা  তৈরী হয়েছিলো। যার মধ্যে ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি সংস্থা বা প্রতিষ্ঠানের নাম ছিলো। সবাইকে পেছনে ফেলে বিজয়ী হিসেবে সামনে চলে এসেছে অ্যাবি আহমেদের নাম। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.