নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার কার্যালযের তত্বাবধানে,যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে আয়োজনে, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বুধবার (৫ ফ্রেরুয়ারী) শারীরিক শিক্ষা কলেজ মাঠে তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। টু
র্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) তরফদার মোঃ আক্তার জামীল।
এর আগে তিনি বলেন, তরুণদের দৈহিক ও মানসিক বিকাশের জন্যই খেলাধুলা দরকার। এটি শাশ্বত সত্য। এ দেশ বদলাবে কারা ? দেশ বদলাবে তরুণরা। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বই ও ২৪ এর গণঅভ্যুত্থানসহ সব আন্দোলনেই ছিল তরুণরা। তরুণরাই দেশকে বদলাতে পারে, পৃথিবীকে বদলাতে পারে।
আখতার জামিল বলেন, একসময় ফুটবল খেলার উত্তেজনা সারাদেশে বিরাজ করত। বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপে ফুটবল খেলার উন্মাদনা বাড়লেও আমাদের দেশে সে খেলায় উন্মাদনা বাড়ছে না। বিগত সময়ে দেশে ফুটবল খেলা হলে দর্শক ভরপুর থাকত কিন্তু বর্তমানে দর্শক অনেক কমে গেছে। আমরা শুধু বিদেশীদের খেলা দেখছি কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা নিচ্ছি না।
এছাড়াও তিনি বলেন, মেয়েদের ক্ষেত্রে একটা ফ্লো তৈরি হয়েছে। তারা প্রতিটি খেলায় কৃতিত্বের সাথে জয়লাভ করছে অন্যদিকে ছেলেরা পিছিয়ে যাচ্ছে। উপস্থিত খেলোয়াড়দের বলব এটা ধরে রাখতে হবে। আমরা চাই শুধু সাফ গেমস না তোমরা বাংলাদেশের পতাকা উঁচিয়ে তুলবে, বিশ্বকাপ জিতবে। এ সময় তিনি খেলোয়াড়সহ তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ও বিভাগীয় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব এবং জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উপ-পরিচালক কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠাতব্য বিভাগীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশনসহ বিভাগের ৮ জেলার বালক-বালিকাদের মোট ৯টি করে দল অংশগ্রহণ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.