এসিডি-এর উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন শোষণ প্রতিরোধে র্যালি ও মানববন্ধনের আয়োজন
প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) ২০১৯ সকাল ১০.০০ টায় এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) কর্তৃক বাস্তবায়িত ‘ইন্টারনেটের অপব্যবহার এবং ট্যুরিজমের মাধ্যমে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধ’ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশু যৌন শোষণ প্রতিরোধে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।
বর্ণাঢ্য র্যালিটি এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট(এসিডি) এর কার্যালয়, সাগরপাড়া থেকে শুরু হয়ে রাজশাহীর আলুপট্টিতে শেষ হয়ে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে চাইল্ড রাইটস্ ডিফেন্ডারস ফোরাম ও কমিউনটি ওয়াচ গ্রুপের সদস্য এবং সুধীজনরা অংশগ্রহণ করবেন।
এসিডি’র পক্ষ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম প্রতিনিধিদের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য কর্মসূচীর সংবাদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে আমন্ত্রন জানানো যাচ্ছে ।
বার্তা প্রেরক মো. আব্দুল লতিফ, প্রোগ্রাম অফিসার, রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.