এসবি ফাউন্ডেশন (ইউএসএ) এর বিভিন্ন কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি :  গত ১০ নভেম্বর এসবি ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে এসবি ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, ২১ সদস্য বিশিষ্ট এসবি যুব ফাউন্ডেশন ও ২১ সদস্য বিশিষ্ট এসবি মহিলা ফাউন্ডেশনের অনুমোদন প্রদান করেন এসবি ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর মাননীয় চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন বাচ্চু।

এসবি ফাউন্ডেশন (SBF) ইউ এস এ ইন্ক কেন্দ্রীয় কমিটি: ডা: আব্দুল লতিফ- সভাপতি, আবুল কালাম আজাদ- সহ-সভাপতি, মঞ্জুর আলম রবিন- সাধারন সম্পাদক, মজিব উদ্দিন জেন্টু- যুগ্ন সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা কাজী কামাল- সাংগঠনিক সম্পাদক, শাহাদত হোসেন বাদশাহ- কোষাধ্যক্ষ, ইঞ্জিনিয়ার শহিদ- মানবাধিকার সম্পাদক, জহুরুল ইসলাম টুকু- দপ্তর সম্পাদক, আবু তালেব চান্দু -সদস্য, মোতাহার হোসেন- সদস্য, মোহাম্মদ খান- সদস্য ।

উপদেষ্টা পরিষদ: মোঃ নাজিম উদ্দিন সরকার- প্রধান উপদেষ্টা, মোঃ হাসানুজ্জামান হাসান- উপদেষ্টা, নুর মোহাম্মদ বড় ভূইয়া, আব্দুর রহমান, ফারুকুজ্জামান ফারুক, ইসমাইল খান আনসারী, আসিফ বারী টুটুল, এবিএম ওসমান গনি, সরাফ সরকার, মিজানুর রহমান, মাহবুবুল মারুফ।

SB মহিলা ফাউন্ডেশন: জিনাত মহল- সভানেত্রী, হাসিনা আক্তার বানু- সহ-সভানেত্রী, শারমিনা সুলতানা- সাধারন সম্পাদক, লামিয়া ফেরদৌস- সহ-সাধারন সম্পাদক, শাহনাজ খান- সাংগঠনিক সম্পাদক, সুলতানা বেগম- কোষাধ্যক্ষ, উম্মে রহমান- দপ্তর সম্পাদক, ইসরাত জাহান ঈশা-মানবাধিকার সম্পাদক, খালেদা খানম ইতি- সদস্য, নাজনিন মজিদ- সদস্য, মরিয়ম বেগম লাকি- সদস্য, ফাতিমা হাসান- সদস্য, আফরোজা লাভলী- সদস্য, হেলেনা বেগম- সদস্য, কুতুবুন নেছা- সদস্য, জাহিদা বেগম- সদস্য, আমিনা বেগম পারু-সদস্য, কানিজ হুসনা আকবরী দিলু- সদস্য, মাকসুদা পারভীন- সদস্য, হাসিনা বিনতে রহমান শিমু- সদস্য, এলিনা আব্দুল্লাহ- সদস্য ।

SB যুব ফাউন্ডেশন: আব্দুল মজিদ আকন্দ- সভাপতি, ফরহাদ হোসেন রোজেন- সহ সভাপতি, ওয়াকিল আহমেদ- সাধারন সম্পাদক, মোঃ শরিফুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক , বাহারুল ইসলাম রমিজ- সাংগঠনিক সম্পাদক, শামীম আহমদ- অর্থ সম্পাদক, মোহাম্মদ ইউসুফ, মানবাধিকার সম্পাদক, গোলাম মোস্তফা সংগ্রাম, দপ্তর সম্পাদক, মোঃ শমসের আলী- সদস্য , বদিউস সালাম রিভু- সদস্য, সৈয়দ মনিরুজ্জামান জনি- সদস্য, মোঃ রাসেল- সদস্য, আব্দুল্লাহ ইউসুফ- সদস্য, আজিজুর রহমান- সদস্য, শওকত আকবর রবিন- সদস্য, মোঃ আনোয়ার হোসেন- সদস্য , সামিউল হক জুয়েল- সদস্য , সোহেল রানা- সদস্য, তানভীর মোঃ শামীম- সদস্য, তুহিন খান- সদস্য, মোহাম্মদ আরিফ- সদস্য। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.