BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এসডিজি অর্জন কিছু ক্ষেত্রে স্তিমিত : স্বাস্থ্য উপদেষ্টা

এসডিজি অর্জন কিছু ক্ষেত্রে স্তিমিত : স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা প্রতিনিধি: ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কিছু ক্ষেত্রে স্তিমিত পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড: মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক আর কিছু কিছু ক্ষেত্রে স্তিমিত পর্যায়ে রয়েছে।

সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা।

তিনি বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা দেওয়া এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে। মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাসে বা এসব কারণে মৃত্যু ঠেকাতে এর কারণগুলো উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও তিনি জানান।

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা অধিদপ্তর, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন: কারা অংশ নিচ্ছেন, কেন এত গুরুত্বপূর্ণ? মালয়েশিয়ায় নেমেই নাচলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল আসিয়ানের ১১তম সদস্য পূর্ব তিমুর ট্রাম্পের উপস্থিতিতে ‘ঐতিহাসিক শান্তি চুক্তিতে’ সই করল থাইল্যান্ড-কম্বোডিয়া মালয়েশিয়া দিয়ে ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফর শুরু যে শর্তে শাকিবের নায়িকা হতে রাজি মিষ্টি জান্নাত তৃতীয় বিয়ের পর অভিনেত্রী বুঝলেন ‘এটা গর্ব করার বিষয় না’ পুরোনো লোকরা চান না নতুন গণমাধ্যম আসুক : তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার ইন্তেকাল, জেলা বিএনপির শোক বাংলাদেশের চালকদের জন্য ড্রাইভিং স্কুল করবেন জাপানি উদ্যোক্তা