BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এসডিজি অর্জন কিছু ক্ষেত্রে স্তিমিত : স্বাস্থ্য উপদেষ্টা

এসডিজি অর্জন কিছু ক্ষেত্রে স্তিমিত : স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা প্রতিনিধি: ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কিছু ক্ষেত্রে স্তিমিত পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড: মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক আর কিছু কিছু ক্ষেত্রে স্তিমিত পর্যায়ে রয়েছে।

সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা।

তিনি বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা দেওয়া এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে এবং ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে। মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাসে বা এসব কারণে মৃত্যু ঠেকাতে এর কারণগুলো উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও তিনি জানান।

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা অধিদপ্তর, বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আদমদীঘিতে ঘড়ের পালায় অগ্নিকান্ড লক্ষাধিক টাকার ক্ষতি আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার-২৪ নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা: চালকসহ নিহত-২ জামালপুরে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাজশাহী পদ্মার চরে পৃথক তিন অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়ার মৃত্যু সরকারি প্রতিষ্ঠান ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়