এসএ গেমস টি-টোয়েন্টিতে মালদ্বীপ ৬ রানে অলআউট, বাংলাদেশের বিশাল জয়

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) টি-টোয়েন্টিতে মালদ্বীপকে ৬ রানে অলআউট করেছে বাংলাদেশ নারী দল। এতে ২৪৯ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।

আজ বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া শতকে ২ উইকেটে ২৫৫ রানের সংগ্রহ করে টাইগ্রেসরা। দুই ওপেনার শামিমা সুলতানা ৫ ও সানজিদা ইসলাম ৭ রান করে বিদায় নেন। নিগার ও ফারজানা ২৩৬ রানের জুটি গড়েন। ৬৫ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। ১৪টি চার ও তিনটি ছয় হাঁকিয়েছেন তিনি।

অন্যদিকে ৫৩ বলে ১১০ রানের ইনিংস খেলতে ২০টি চার দিয়ে ইনিংস সাজান ফারজানা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গুটিয়ে যায় দুর্বল মালদ্বীপ।

বাংলাদেশের হয়ে রিতু ইসলাম তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট তুলেছেন সালমা ইসলাম।দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই আয়োজনে নিজেদের প্রথম ম্যাচে  শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের জয় পায় সালমার দল।

দ্বিতীয় ম্যাচে  স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.