BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এশিয়া সফরের ঘোষণা: কোন কোন দেশে আসছেন ট্রাম্প?

এশিয়া সফরের ঘোষণা: কোন কোন দেশে আসছেন ট্রাম্প?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার আসন্ন এশিয়া সফর নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, যা তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই অঞ্চলে প্রথম সফর। ট্রাম্প মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে জানা গেছে।

এশিয়া সফরের কথা সোমবার (২০ অক্টোবর) নিজেই সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন, যা আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়া এবার আসিয়ান চেয়ার হিসেবে সম্মেলনটির আয়োজন করছে। এই সম্মেলনে রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো বিভিন্ন দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাপানের সরকারি সূত্র অনুযায়ী, মালয়েশিয়া থেকে ট্রাম্প আগামী ২৭ অক্টোবর থেকে তিন দিনের জন্য জাপান সফরে যেতে পারেন। আর জাপান থেকে তিনি দক্ষিণ কোরিয়া যাবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার সফর প্রসঙ্গে চীনের প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো বলে উল্লেখ করেছেন। বাণিজ্য উত্তেজনা থাকা সত্ত্বেও, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

এদিকে, আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বৈশ্বিক বিষয়াবলী নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী আনোয়ার জানান, এই সাক্ষাৎ মালয়েশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার সুযোগ দেবে। বিশেষত বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেয়া হবে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার আগেই দু’বার টেলিফোনে কথা হয়েছে। ট্রাম্পকে ‘অত্যন্ত আন্তরিক’ বলে অভিহিত করেন আনোয়ার ইব্রাহিম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের