এশার অর্ধনগ্ন ছবি নিয়ে হইচই

বিটিসি নিউজ ডেস্ক: ‘জান্নাত টু’ ও ‘রাজ থ্রিডি’ অভিনেত্রী এশা গুপ্তা। কয়দিন আগে ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে তার প্রেমের খবর বিনোদন পাড়া থেকে ক্রিকেট দুনিয়ায় হইচই পড়ে যায়। এবার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন বলিউডের আলোচিত এই আবেদনময়ী অভিনেত্রী।

 

 

নিজের টপলেস ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে খবরের শিরোনামে উঠে এলেন এশা। ইশা গুপ্ত’র সেই সমস্ত ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এরই মাঝে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন এশা। সেই ফটোশুটে সাহসী দৃশ্যে দেখা গেছে এ নায়িকাকে। ফটোশুটে এশাকে দেখা গেছে, নগ্ন হয়ে পোজ দিতে। ছবিগুলো নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই এই সাহসী ফটোশুটের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার অনেকে সমালোচনা করে বলছেন, আলোচনায় আসার জন্য এমনটি করেছেন তিনি।

 

এ বছর পরিচালক জ্যোতি প্রকাশ দত্তের ‘পল্টন’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা মেলে এশার। শোনা যাচ্ছে, ‘হেরা-ফেরি-৩’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এশা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.