এলিয়েনদের আর দেখা মিলবে না

সুইজারল্যান্ডের ‘ফেডারাল পলিটেকনিক্যাল স্কুল অব লসেন’-এর পদার্থবিদ ক্লডিও গ্রিম্যালডি এবং তার সতীর্থ বিজ্ঞানীরা গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, ভিনগ্রহ থেকে আসা কোনও রেডিও সংকেত পৃথিবীতে পৌঁছানোর অনেক আগেই সেই গ্রহের জীবরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এর কারণ, মহাশূ্ন্য পেরিয়ে সেই তরঙ্গ অন্য সভ্যতার সংস্পর্শে আসার সময়।

এলিয়েনরাও আনুমানিক ১০০,০০০ বছর বেঁচে থাকতে পারে। তারা যদি কোনও সংকেত পাঠায়, তবে তা আলোর চাইতে দ্রুত গতিতে এসে পৌঁছাতে পারে না। অর্থাৎ এলিয়েন সভ্যতা থেকে পাঠানো কোনও সংকেত আমাদের কাছে এসে পৌঁছাতে যতদিন লাগবে, ততদিনে ভিনগ্রহের সেই প্রাণীদের অস্তিত্ব শেষ হয়ে যাবে।

গবেষণার কারণে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন, যে কোনও সভ্যতার আনুমানিক বয়স ১০০,০০০ বছর। একমাত্র মানবসভ্যতা ২০০,০০০ বছর ধরে টিকে রয়েছে বলে মনে করা হয়। যদিও মাত্র ৫,০০০ বছর আগের প্রমাণই পাওয়া যায়।

এখনও পর্যন্ত মাত্র ৮০ বছর ধরে বিজ্ঞানীরা পৃথিবী থেকে ভিনগ্রহে রেডিও সংকেত সম্প্রচার করতে পেরেছেন এবং তাতে ছায়াপথের মাত্র ০.০০১ শতাংশ অতিক্রম করা সম্ভব হয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.