এলিফ্যান্ট রোডেও আগুন

ঢাকা প্রতিনিধি:  আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শর্ট সার্কিট থেকে এফ আর টাওয়ারে আগুন লাগে। বনানীর এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার উদ্ধার কাজে যোগ দিয়েছে।

এ ঘটনায় আহত ২৫ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভবনের ভেতর বহু লোক আটকা পড়ে রয়েছেন বলে স্থানীয় ও ওই ভবনে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.