BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এলচের কাছে হেরে টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল

এলচের কাছে হেরে টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: লা লিগায় দারুণ লড়াইয়ের ম্যাচে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি এলচে। ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হলেও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠ থেকে একটি পয়েন্ট নিয়ে ফিরলেও দুই পয়েন্ট হারানোটা জাবি আলোনসোর দলের জন্য বড় ধাক্কাই বলা যায়।

শুরুটা ভালোই করেছিল এলচে। আলেশ ফেবাসের গোলের পর পিছিয়ে পড়ে রিয়াল। তবে ডিন হাউসেন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আবারও এলচেকে এগিয়ে নেন আলভারো রদ্রিগেস। কিন্তু সেই আনন্দও টিকল না বেশি সময়। শেষ দিকে জুড বেলিংহ্যাম গোল করে রিয়ালকে দ্বিতীয়বার সমতায় ফিরিয়ে আনেন।

মাসের শুরুতে ভালেন্সিয়ার বিপক্ষে চার গোলের জয়ে উৎসব করেছিল রিয়াল। কিন্তু এরপর যেন গোল করতে ভুলেই যায় দলটি। লিভারপুলের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর লিগে রায়ো ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র। আন্তর্জাতিক বিরতির পর আবার গোল পেলেও জয় পাওয়া হলো না।

একসময় বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল। এখন সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র একে। ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ঠিক পিছনেই ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

ম্যাচের প্রথম বড় সুযোগটি এসেছিল এলচের সামনে। সপ্তদশ মিনিটে ছয় গজ বক্সের ঠিক বাইরে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেন রাফা মির। কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপে পরপর দুইবার শট নিলেও গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার দৃঢ়তায় গোল পায়নি রিয়াল। প্রথমার্ধে রেয়ালের আট শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুটি, বিপরীতে এলচে তিনবার শট পাঠায় গোলমুখে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই নতুন করে আক্রমণে ওঠে রিয়াল। এমবাপের পাস ধরে রদ্রিগোর শট কর্নারের বিনিময়ে ঠেকান পেনিয়া। কিন্তু ৫৩তম মিনিটে দুর্দান্ত এক পাসিং মুভ থেকে এগিয়ে যায় এলচে। ব্যাকহিল পাস ধরে ফেবাসের টোকায় বল চলে যায় জালে।

এরপর তিনটি পরিবর্তন করেন রিয়াল কোচ। আক্রমণে গতি ফেরার পর ৭৮তম মিনিটে কর্নার থেকে গোল পেয়ে সমতায় ফিরে মাদ্রিদের দল। তবে ৮৪তম মিনিটে আবারও এগিয়ে যায় এলচে, দুর্দান্ত শটে গোল করে রদ্রিগেস।

অবশেষে ৮৭তম মিনিটে বেলিংহ্যামের প্রচেষ্টায় ফের সমতায় ফিরে রিয়াল। তার প্রথম শট ঠেকালেও ফিরতি বলে এবার আর ভুল করেননি ইংলিশ তারকা। এই সময় ধাক্কা খেয়ে মুখে আঘাত পান গোলরক্ষক পেনিয়া, তবে চিকিৎসা নিয়ে আবার খেলায় ফিরেন।

ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এলচের ভিক্তর, কিন্তু বাড়তি জনবল কাজে লাগানোর মতো সময় আর পায়নি রিয়াল।

টানা তিন ম্যাচ জিততে না পারার হতাশা নিয়ে এখন চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নেবে রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার তাদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?