এরফান গ্রুপের উদ্যোগে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান “এরফান গ্রুপ”র উদ্যোগে গ্রপের ক্যাম্পাসের মধ্যে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে এরফান গ্রুপ-এর প্রধান কার্যালয় ও ফ্যাক্টরীর পেট্রোল পাম্প সংলগ্ন (পশ্চিম পাশে) নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপক মো. এরফান আলী। এসময় উপস্থিত ছিলেন ‘এরফান গ্রুপ’ এর সিনিয়র জি.এম ই এইচ এম এ মো. মাহবুব হোসেন, জি.এম আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, ব্যবস্থাপক মানব সম্পদ ও প্রশাসন মো. নাজমুল হক, ব্যবস্থাপক ষ্টোর, মোঃ মেহেদী হাসান, প্রকৌশলী (সিভিল) মোঃ আলমগীর কবির, প্রকৌশলী (মেইন্টঃ প্রোডাঃ ও ইউটিলিটি) মোঃ মাইনুল ইসলাম, প্রকৌশলী (অটোমোবইল) সাদ্দাম হোসেন, অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এরফান গ্রুপ-এর ইমাম মোঃ হারুন-অর-রশিদ। ১০ কাঠা জমির উপর প্রায় ৭ হাজার বর্গফুটের এই মসজিদটির নির্মান কাজ সম্পন্ন হলে প্রায় ৪৫০ জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে “এরফান গ্রুপ” কর্তৃপক্ষ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.