এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে ধরে ফেললো রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: যতো দিন গড়াচ্ছে ততোই জমে উঠছে লা লিগা। ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেইসঙ্গে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে ধরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার (২৯ মার্চ) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ৩২ মিনিটে আরদা গুলারকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় তারা। সেখান থেকে গোল করে দলকে লিড এনে দেন এমবাপ্পে।
তবে দ্রুতই সমতা ফেরে লেগানেস। মাত্র এক মিনিট পর দিয়েগো গার্সিয়া ফাঁকা জায়গা থেকে বল জালে জড়িয়ে দেন। এরপর ৪১ মিনিটে অস্কার রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে দানি রাবা গোল করে লেগানেসকে লিড এনে দেন।
তবে বিরতি থেকে ফিরেই সমতা ফেরে লস ব্লাঙ্কোরা। ৪৭ মিনিটে মিডফিল্ডার জুড বেলিংহাম ক্রসবারে লেগে ফিরে আসা বলে দুর্দান্ত শট নিয়ে গোল করেন। এরপর ৭৬ মিনিটে এমবাপ্পে ফ্রি কিক থেকে চমৎকার একটি গোল করে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ২৮ ম্যাচ থেকে সমান ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি বার্সেলোনা আছে শীর্ষে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.