এমবাপ্পেকে পেতে ২শ’ মিলিয়ন ইউরো দিতে রাজি রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেরাতে ২শ’ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ। গত কয়েক বছরের মতো এবারও দলবদলের বাজারে বড় বিজ্ঞাপন হচ্ছে ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার এমবাপ্পে। তাকে দলে ভেরাতে অনেক আগে থেকেই দৌড়ঝাপ করছিলো লস ব্লাঙ্কোরা।
এমবাপ্পে সেখানে যেতে আশা প্রকার করেছে অনেকবার। তবে দু’পক্ষের অপেক্ষার অবসান হচ্ছে শিঘ্রই।
ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য গণমাধ্যম গোল ডটকমের তথ্য মতে, এমাবপ্পেকে ৫ বছরের জন্য দলে নিতে সকল প্রস্তুতি সেরে ফেলেছে রিয়াল। এতে ২শ’ মিলিয়ন রিলিজ ক্লজ শোধ করার পাশাপাশি বেতন হিসেবে ৫০ মিলিয়ন দেবে তারা।
রিয়ালে আসলে এমবাপ্পের রিলিজ ক্লাজ ধরা হবে এক বিলিয়ন ইউরো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.