এই সময়ে রেয়াল সুযোগই তৈরি করতে পারেনি সেভাবে। ৩৪তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে তারা। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকান জিরোনার গোলরক্ষক। পরের মিনিটে এমবাপের প্রচেষ্টাও রুখে দেন তিনি।
এই মৌসুমে রেয়ালের হয়ে তরুণ মিডফিল্ডারের প্রথম গোল এটি।
৬২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সবশেষ তিন ম্যাচে দুটি পেনাল্টি মিস করা এমবাপে। মদ্রিচের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি তারকা।
রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়।
৮১তম মিনিটে এমবাপের জায়গায় তরুণ ব্রাজিলিয়ান এন্দ্রিককে নামান রেয়াল কোচ। পরিষ্কার সুযোগ যদিও আর তৈরি করতে পারেনি কেউ।
১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, দিনের প্রথম ম্যাচে রেয়াল বেতিসের সঙ্গে ২-২ ড্র করে কাতালান দলটি।
১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে আতলেতিকো মাদ্রিদ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.