বিটিসি স্পোর্টস ডেস্ক:পোল্যান্ডে শুক্রবার রাতে ‘ডি’ গ্রুপের বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স ২-০ গোলে হারিয়েছে ইউক্রেইনকে। ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্স কিছুক্ষণ গোলের সুযোগ তৈরি করতে পারছিল না।
ইউক্রেইনও দুইবার গোলের খুব কাছে পৌঁছাল, তবে একবার পোস্ট বাধা দিলো আর একবার গোললাইন থেকে বল ক্লিয়ার হলো। শেষ পর্যন্ত চমৎকার এক গোল দিয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দিলেন কিলিয়ান এমবাপে।
দশম মিনিটে ফ্রান্স এগিয়ে যায় বার্কোলার পাস থেকে ওলিসের বক্সে ফাঁকা জায়গায় শটের মাধ্যমে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে তার গোলের সংখ্যা পাঁচে পৌঁছেছে। এরপর ম্যাচে ইউক্রেইন বেশ কিছুবার সুযোগ তৈরি করলেও গোলরক্ষক ও ডিফেন্ডারদের প্রতিবন্ধকতায় সফল হয়নি। ৬৫তম মিনিটে আর্তেমের হেড লক্ষ্যভ্রষ্ট হয় ডিফেন্ডার কোনাতের ক্লিয়ার করে।
৮২ মিনিটে এমবাপে ম্যাচের চূড়ান্ত মুহূর্তে দুর্দান্ত এক গোল করেন। রেয়াল মাদ্রিদের অহেলিয়া চুয়ামেনির পাস পেয়ে প্রতিপক্ষকে এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। ম্যাচের শেষ মুহূর্তেও এমবাপে ওয়ান-অন-ওয়ানে সুযোগ হারালেও ফ্রান্সের জয় নিশ্চিত হয়।
একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড আজারবাইজানকে ৫-০ গোলে হারিয়েছে। ফ্রান্স আগামী মঙ্গলবার ঘরের মাঠে আইসল্যান্ডের মুখোমুখি হবে, আর ইউক্রেইন খেলবে আজারবাইজানের বিপক্ষে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.