এমপি মিলন নিজ নির্বাচনী এলাকার মানুষের মাঝে ঈদ উপহার দিলেন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ঈদ উপহার বিতরণ করেন- বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড আমিরুল আলম মিলন। করোনা ভাইরাজে কর্মহীন হয়ে পড়া ও সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোব্ধা এ্যাডভোকেট আমিরুল আলম মিলন আজ শুক্রবার দিনব্যাপী ত্রাণ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন।

মোড়েলগঞ্জ ও শরণখোলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে। মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পলিটিক্সে আব্দুল লতিফ ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্রে আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৯টি ওয়ার্ডের নারী পুরুষ, প্রতিবন্ধী অস্বচ্ছল ৫শ’ পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করেন এমপি মিলন। এ সময় উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এমদাদুল হক, মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রী সভাপতি এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানসহ বিভিন্ন নেতৃবন্দ।

অপর দিকে সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন সকালে মোড়েলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী নব্বইরশী বাসষ্ট্রান্ডে পরিবহন শ্রমিক ২০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর সভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, কাউন্সিলর নান্না শেখ উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি শরণখোলা উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ভেরীবাঁধ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নেন। এসময় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.