এমপিওভুক্তিসহ ১১ দফা দাবী প্রতিবন্ধী শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত করাসহ সরকারের কাছে ১১ দফা দাবী জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ সোমবার (০১ ফেব্রয়ারী) দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ এমন দাবি জানান।
সংগঠনটির ১১ দফা দাবিগুলো হলোÑ প্রতিবন্ধী সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতনভাতা ও সকল সুযোগ সুবিধা প্রদান নিশ্চিতকরণ, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, সকল বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিতকরণ, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহে নিয়মিত মনিটরিং নিশ্চিত করণ, শিক্ষক কর্মচারিদের মানোন্নয়ন ট্রেনিংসহ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, শতভাগ বিদ্যালয় আধুনিক মানসম্মত প্রতিবন্ধী ভবন নির্মাণ নিশ্চিতকরণ, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহে আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালুকরণ, ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবন যাপনের নিশ্চয়তা প্রদান।
সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেণ সংগঠনটির জেলা শাখার আহবায়ক মো. সামিউর রহমান। যুগ্ম আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক সমাবেশও করেন তারা। সেখানেও একই দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. হাসান আলী, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাইদুর রহমান, সদস্য এমদাদুল হক, শ্রী পরিমল, মোছা: সেলিনা পারভীন, ইমরান হোসেন, মোসা: শামীমা আক্তার, মোজাফফর এলাহী, নাহিদা খাতুন, আব্দুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.