বিটিসি স্পোর্টস ডেস্ক: ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ম্যাচে নিজেদের বিপক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। হতাশা প্রকাশ করে লন্ডনের ক্লাবটির কোচ বলেছেন, এমন সিদ্ধান্ত আগে কখনও দেখেননি তিনি।
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ব্রাইটনের মাঠে ইথান ওয়ানেরির গোলে অনেকটা সময় এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জোয়াও পেদ্রোর গোলে ১-১ সমতায় শেষ হয় লড়াই।
বক্সে ছুটে গিয়ে হেড করার চেষ্টা করেন পেদ্রো, একই সময়ে বল ক্লিয়ার করার প্রচেষ্টার পথেই পেদ্রোর মাথার পাশে কিছুটা আঘাত লেগে যায় উইলিয়াম সালিবার। কিছুক্ষণ ভেবে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, ভিএআরেও সেটা বহাল থাকে।
ম্যাচ শেষে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিবিসিতে আলাপকালে হতাশা ঝরে আর্তেতার কণ্ঠে।
“গোলের সূত্র (পেনাল্টির) সিদ্ধান্তটি নিয়ে আমরা সত্যি অনেক হতাশ। কারণ এমন কিছু জীবনে কখনও দেখিনি আমি। বলে তার (সালিবার) স্পর্শও লেগেছিল।”
ব্রাইটনকে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিন নামিয়ে আনার সুযোগ ছিল আর্সেনালের। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা।
লিগে টানা তিন জয়ের পর হোঁচট খেল আর্সেনাল। ২০ ম্যাচে ১১ জয় ও ৭ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.