কিন্তু শেষ রক্ষা হয়নি। নির্ধারিত সময়ের ১৩ মিনিট বাকি থাকতে আসানে দিয়াওয়ের দারুণ এক গোলে জয়ের উল্লাসে মাতে কোমো।
এই ম্যাচ জিতে ইন্টার মিলানকে টপকে লিগ টেবিলে ওঠার সুযোগ ছিল নাপোলির। কিন্তু হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।
নাপোলির দুঃস্বপ্নের সূচনা সপ্তম মিনিটে। সতীর্থের থ্রো-ইন থেকে বল পেয়ে, গোলরক্ষকের দিকে না তাকিয়েই নিজেদের জালে পাঠিয়ে দেন কসোভোর সেন্টার-ব্যাক আমির রাহমানি।
১০ মিনিট পর নাপোলিকে স্বস্তির গোল এনে দেন রাসপাদোরি। প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতায় বল জালে পাঠান ইতালিয়ান ফরোয়ার্ড।
নিকোর চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ৭৭তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন সেনেগালে জন্ম নেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াও।
২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সেরি আর টেবিলে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.