এবার স্বাস্থ্য ভবনে করোনার থাবা

কলকাতা (ভারত) প্রতিনিধি: খোদ স্বাস্থ্য দফতরেই ধরা পরলো করোনার ভাইরাস। দিন কয়েক আগেই অসুস্থ বোধ করায় যুগ্ম কন্টোলারের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তাতেই সকলের টেস্ট করাতে গেলে অধিকাংশ কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ আসে।
গতকাল স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তীরও করোনার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
একে একে সবাই অসুস্থ হয়ে পরায় কার্যত বেসামাল পরিস্থিতির তৈরি হয়েছে।
এদিকে একাধিক পুরআধিকার সহ কর্মীরাও আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ উপদেস্টা পদে সাংসদ ডাঃ শান্তনু সেনকে নিযুক্ত করা হয়েছে।
প্রশাসনের কর্তারা পরিস্থিতির ওপর বিশেষ নজর রেখেছে। জনগনের উদ্দেশ্যে বলা হয়েছে অহেতুক কেউ বিভ্রান্ত যেন না হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.