এবার সাগরের জলসীমায় অস্ট্রেলিয়া-চীন বিরোধ

ফাইল ছবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরের জলসীমায় একটি দ্বীপকে চীন বেআইনিভাবে দখল করে রেখেছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে অস্ট্রেলিয়া। এ ব্যাপারে জাতিসংঘের কাছে সরকারী নথি পাঠিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, চীনের করা দাবীর আইনগত কোনও ভিত্তি নেই দাবী করে অস্ট্রেলিয়া বিতর্কিত দ্বীপটির চীনা দাবী প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে।

চীনের দাবীকে আন্তর্জাতিক আইনের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া বলছে, সমুদ্র আইন সম্পর্কিত ১৯৮২ সালের জাতিসংঘ কনভেনশনের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ যেকোনো চীনা দাবী অস্ট্রেলিয়ার সরকার প্রত্যাখ্যান করে।

গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রেলীয় যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী।

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র-জাপানের একটি যৌথ নৌ–মহড়া চলাকালে এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা বিতর্কিত দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। যদিও অপরিকল্পিত এই মহড়ায় বিদেশী যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়ার বিষয়টি নিরাপদ ও পেশাদার উপায়ে সামলে নেয়া হয়েছিল।

এ বিষয়ে চীন এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.