এবার সচিবালয়ের সামনে ছাত্র-জনতা, চাওয়া সচিবদের অপসারণ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: শেখ হাসিনা সরকারের সময় দায়িত্ব পালন করা দোষী সচিবদের শাস্তির দাবিতে রাজধানীতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন একদল ছাত্র-জনতা। রোববার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন।
এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে যারা এখনো কর্মরত আছেন, তাদের দ্রুত অপসারণের দাবি জানান।
বিক্ষোভরত ছাত্র-জনতা বলেন, শেখ হাসিনার সময়ে যারা সচিব ছিল তাদের দ্রুত অপসারণচাই। তারা শেখ হাসিনা সরকারের দালাল। আমরা চাই আইনের আওতায় এনে তাদের ফাঁসি দেওয়া হোক, সেজন্য আমরা এখানে মিছিল করছি।
তারা আরও বলেন, যারা এখনো দায়িত্ব পালন করছেন তাদের ব্যাপারেও আমাদের একই দাবি। জালিম সরকারের নিয়োগ দেওয়া ব্যক্তিদের নির্দেশেই গুম, খুন ও হত্যা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.