এবার রুশ বাহিনীকে ঠেকাতে যেসব অত্যাধুনিক অস্ত্র প্রয়োগ করবে ইউক্রেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান আগ্রাসনে রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে অত্যাধুনিক হারপুন মিসাইল এবং হাউইটজার কামান। এসব অস্ত্র ইউক্রেনীয় বাহিনীকে আরও শক্তিশালী করবে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওলেক্সি রেজনিকভ জানান, ডেনমার্ক থেকে হারপুন জাহাজ বিধ্বংসী মিসাইল ও যুক্তরাষ্ট্র থেকে স্ব-চালিত হাউইটজার কামান এরইমধ্যে ইউক্রেন পাওয়া শুরু করেছে। 
রেজনিকভ তার ফেসবুক পেজে লিখেছেন, আমাদের দেশের উপকূলীয় প্রতিরক্ষা কেবল হারপুন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শক্তিশালীই হবে না। এসব ক্ষেপণাস্ত্র প্রশিক্ষিত ইউক্রেনীয় টিম ব্যবহার করবে।
তিনি বলেন, ওডেসার দক্ষিণ বন্দরসহ দেশের উপকূলের প্রতিরক্ষায় ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি  তীর থেকে জাহাজে নিক্ষেপযোগ্য হারপুন ক্ষেপণাস্ত্রও মোতায়েন থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের তৈরি করা হাউইটজার কামানগুলোর বেশিরভাগই যুদ্ধক্ষেত্রের সম্মুখভাবে মোতায়েন করেছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়ানদের বিপক্ষে লড়াই করার জন্য ইউক্রেনকে ৯০টি হাউইটজার দেবে।
বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগে জানানো হয়, যে ৯০টি হাউইটজার দেওয়ার কথা ছিল তার সবই ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেসব ভারি ও অত্যাধুনিক অস্ত্র দিয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল এম-৭৭৭ হাউইটজার।
এ অস্ত্র বা কামানটি গুরুত্বপূর্ণ কারণ এটি দূর পাল্লার এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.