এবার রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ পশ্চিমবঙ্গ বিধান সভায় মন্ত্রী সভায় সিদ্ধান্ত হলো যে, এবার থেকে সরকারি সব বিশ্ববিদ্যালয় গুলোর আচার্য হবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, চিরাচরিত কাল ধরে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত হন। এখনও সেই রীতিই সারা রাজ্যে বহাল আছে।
ওয়াকিবহল মহলের মতে সাম্প্রতিক রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী ও সরকারের ঠাণ্ডা লড়াই চলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।
এদিকে এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত শুরু হয়ে গেছে।
যদি মন্ত্রিসভার এই সিদ্ধান্তে রাজ্যপাল শীলমোহর না দেন তাহলে সরকার অর্ডন্যান্স জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে। এখন দেখার চূড়ান্ত পদক্ষেপ কি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.