এবার ভারতে তৈরি হলো করোনার টিকা নেজাল ভ্যাকসিন

কলকাতা (ভারত) প্রতিনিধি: এবার ভারতে বুস্টার ডোজ হিসেবে মিলবে নাকের নেজাল ভ্যাকসিন। গতকাল কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এক বিবৃতিতে জানিয়েছেন, করোনার বুস্টার ডোজ হিসাবে এবার থেকে নাকের মাধ্যমে নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে।
ডিসিজিআই ভারত বায়োটেককে এই নেজাল ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে।সংস্থাটি ইতিমধ্যেই তাদের তৃতীয় পর্যায়ের ট্রায়াল সফল ভাবে শেষ করতে পেরেছে। এখনও পর্যন্ত ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও খবর পাওয়া যায়নি।
আঠারো বছরের বেশী বয়সিদের এই ভ্যাকসিন দেওয়া সারা দেশজুরে হবে বলে জানান হয়েছে। এই ভ্যাকসিনের দামও তুলনামূলক ভাবে সস্তা হবে বলে জানান হয়েছে।
একবার প্রয়োগে ২৪ঘন্টায় ৯৪শতাংশ ভাইরাল লোড কমাতে সক্ষম। করোনা ভাইরাসের ওমিক্রণ স্ট্রেইনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম এই নেজাল টিকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.