এবার বিশ্বকাপ ফুটবলে ‘থার্ড আম্পায়ার’ যেভাবে কাজ করবে
বিটিসি নিউজ ডেস্ক: আর্জেন্টিনা-ইংল্যান্ডের ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটির কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। ম্যাচটি নিয়ে এখনো দারুণ তোলপাড় হয় সবার মাঝে। তর্কটা ম্যারাডোনার হাত দিয়ে গোল করা নিয়ে।
অবশ্য ম্যারাডোনা দাবি ওটি ঈশ্বরের হাত ছিল । ম্যারাডোনার করা হ্যান্ডবল রেফারি বুঝতে না পারায় ইংল্যান্ডকে শেষমেশ ২-১ গোলে হারতে হয়েছিল।
২০১০ বিশ্বকাপেও কিন্তু এমনই একটি ভুল হয়েছিল। সে ম্যাচেও রেফারির ভুল সিদ্ধান্তে হারতে হয়েছিল ইংল্যান্ডেকে। দ্বিতীয় পর্বের সে ম্যাচে সেবার ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল জার্মানি।
ম্যাচে জার্মানি তখন ২-১ গোলে এগিয়ে। ইংল্যান্ডের ফরোয়ার্ড ফ্র্যাংক ল্যাম্পার্ডের নেওয়া একটি শট বারে আঘাত হানে। তবে, বারে লাগলেও শেষপর্যন্ত বলটি কিন্তু গোল লাইনের ভেতরেই পরেছিল। কিন্তু রেফারি জর্জ ল্যারিওনডা তা বুঝতে পারেননি। গোলটি হলে কিন্তু ২-২ সমতায় ফিরতে পারত ইংল্যান্ড দল। অথচ সেই ম্যাচটিই ৪-১ গোলে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।
রেফারির একটি ভুলে যে পুরো ম্যাচের ফলাফলই পালটে যেতে পারে তা ইতিহাস অনেকবার দেখেছে। কিন্তুু এবারের বিশ্বকাপে এমন কোনো ভুল হবে না তা কিন্তু আশা করাই যেতে পারে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এবার ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিস্টেম চালু হতে চলেছে।
রাশিয়া বিশ্বকাপে ভিএআর পরিচালিত হবে অফসাইড, লাল কার্ড, গোল এবং পেনাল্টি—এই চারটি বিষয়কে সামনে রেখে । পুরো টুর্নামেন্ট জুড়ে এবার ১৩ জন অ্যাসিস্ট্যান্ট রেফারি ম্যাচ পরিচালনার কাজে যুক্ত থাকবেন।
ম্যাচে বিতর্কিত কোনো মুহূর্তের সৃষ্টি হলেই রেফারি চাইলে ভিএআরের সহযোগিতা নিতে পারবেন। রেফারির যদি কখনো মনে হয় তার সিদ্ধান্তটি ভুল হলেও হতে পারে তবেই কেবল রেফারি নিজেই অ্যাসিস্ট্যান্ট রেফারির শরণাপন্ন হবেন। অনেকটা ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো। তবে ফুটবলে ক্রিকেটের মতো খেলোয়াড়রা রিভিউ নিতে পারবে না। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.