এবার বাসে যোগে টুঙ্গীপাড়ায় মন্ত্রিসভার সদস্যরা 

 

ঢাকা প্রতিনিধি: সাধারণত মন্ত্রীরা যখন যান তাদের বিশাল বহর থাকে, তাদের আগে পিছে থাকে প্রটোকলের গাড়ি। কিন্তু এবার চিরায়ত নিয়ম ভেঙে রাস্তার যানজট এড়াতে বাসে চেপে বসলেন মন্ত্রিপরিষদের সদস্যরা।  নতুন সরকার গঠনের মাধ্যমে একটার পর একটা চমক দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা।

গতকাল মঙ্গলবারের চমকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা ছিল। অনেকে বলেছেন শেখ হাসিনার মন্ত্রিসভার এটাও একটা চমক। নতুন মন্ত্রীরা সবাই তারুণ্যোদ্দীপ্ত। তাই কাজের ক্ষেত্রেও বৈচিত্র্য আনবেন- এমনটাও বলছেন কেউ কেউ।

 

 

এবার মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী মিলে ৪৬ জন সদস্য রয়েছেন। সবাই একসঙ্গে গেলে ৪৬টির বেশি গাড়ি থাকতো, মানুষ চরম দুর্ভোগে পড়তো, তাছাড়া জ্বালানি খরচও বেশি হতো। তাই সব দিক থেকে চিন্তা করে বাসযাত্রা শুরু করেন মন্ত্রীরা। ৮ জানুয়ারি সাভার স্মৃতিসৌধে মন্ত্রীদের গাড়ির ব্যবস্থা করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

অনেকে হয়তো ধারণা করেছিলেন সাভার বেশি দূরে নয়, তাই হয়তো গেছেন। কিন্তু না, এটা যে পরিকল্পনার অংশ তা বোঝা যায় আজ বুধবার  যখন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারতের জন তারা রওয়ানা দেন।এদিন সকাল সাড়ে ৭টায় রাজধানী থেকে তিনটি বাস চড়ে মন্ত্রিপরিষদের সদস্যরা টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে পদ্মার উপর ফেরিতে একসঙ্গে গল্প-আড্ডা দিতে দেখা যায় তাদের।

একটি গাড়িতে দেখা যায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য মন্ত্রীরা যাচ্ছেন গন্তব্যে।

এ বিষয়ে বহরে থাকা যোগাযোগ মন্ত্রীর তথ্য কর্মকর্তা শেখ মো. ওয়ালিদ ফয়েজ বিটিসি নিউজকে বলেন, সকালে এনা পরিবহনের তিনটি বাসে স্যারসহ অন্যরা ঢাকা থেকে রওয়ানা হন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.